তোমার বাগানের ফুল-
ফুটেছিল সেইদিন;
দেখেছিলাম নয়ন ভরে –
মুগ্ধতার শেষ চাওনিতে।
তোমার বাগানের ফুল –
সুবাস ছড়িয়েছে আমার নিশ্বাসে ;
গৃহে থাকা মন কথা বলে আনমনে ।
সকালের স্নিগ্ধতায় শিশির ভেজা –
বৃক্ষ গুলো টলমল করছে প্রকৃতির আপন রুপে ;
যখন দক্ষিণাশ্বরের জানালা টা খুলে দেই-
এই যেন এক শিশির ভেজা প্রকৃতির রুপ।
জানালার ছোট্ট ফাঁক দিয়ে-
আসতে থাকে তোমার বাগানের ফুলের সুবাস ;
পুরো গৃহ টা ক্ষনিকের জন্য হলেও –
সুগন্ধিতে ভরে উঠে।
আর সেই সুগন্ধি ভরা নিশ্বাসে –
আমি খুঁজে পাই তোমাকে ।
সকাল গড়িয়ে যখন নেমে আসে গোধুলি বিকেল –
ঠিক তখনই পাখিরা হৈচৈ করে আপন মনে ;
আর ঐ দিকে তোমার বাগানের ফুল গুলো –
কথা বলছে মিষ্টি মধুর সুবাসে !!!!
আমি একরাশ মুগ্ধতা নিয়ে আহরণ করছি-
তোমার বাগানের ফুলের সুবাস ;
তোমার অনুপস্থিতিতে ।
আমি বার বার খুঁজে পাই তোমার অনুভব গুলো-
তোমার হাতের রোপণ করা ফুলের বাগান থেকে;
প্রকৃতির নিয়মে ফুল ফুটে –
আবার বেলাশেষে ফুল ঝড়ে ;
কিন্তু দিনশেষে তোমার অনুভব গুলো –
রয়ে যায় স্মৃতি হয়ে।
আবার ও নতুন একটি সকালের অপেক্ষায় –
আবারও শিশির ভেজা মুগ্ধতা ছড়িয়ে পড়ুক ;
একটি শিতের সকালে –
প্রতিদিনের ন্যায় আবার ও
ফুল ফুটুক বৃক্ষের আপন গতিতে;
সেই প্রত্যাশা।
প্রকাশকাল- ১৮/০১/২০২২
কমেন্ট করুন