নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কৃষক দলের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়। বন্যা পরবর্তী খাদ্য সংকট
মোকাবেলায় উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে।
আজ (১৩ সেপ্টেম্বর) শুক্রবার সকালে রায়পুরে পৌর চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা।। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন কৃষকদলেের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউছার মোল্লা বলেন, সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজ তলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হওয়ায় চারা সঙ্কটে পড়ে চাষীরা। সঙ্কট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারের রহমানের নির্দেশে ক্ষতিক্ষস্থ চাষীদের পাশে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রায়পুরে উপজেলা কৃষকদল।
কমেন্ট করুন