নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকায় দায়িত্বরত সকল চৌকিদারদের নিয়ে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ অক্টোবর) রায়পুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্যারেডে অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন ফারুক মজুমদার বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও এলাকায় কোন অপরাধ সংঘঠিত হলে ও অপরাধীর তথ্য পেলে তাৎক্ষনিকভাবে থানায় অবহিত করা, নিজ নিজ এলাকায় আগত অপরিচিত লোকদের বিষয়ে তথ্য সংগ্রহ করতঃ তা থানা পুলিশকে সরবরাহ করার নির্দেশনা প্রদান করেন। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে গ্রাম পুলিশদের তৎপর থাকার তাগিদ দিয়ে, উল্লেখযোগ্য হারে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতারে সহায়তা কারী গ্রাম পুলিশ সদস্যদেরকে পূর্বের ন্যায় উত্তম পুরস্কারে ভূষিত করা হবে মর্মে ঘোষনা দেন তিনি এ সময়।
কমেন্ট করুন