1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারে “ঈদ উপহার” দিলেন এএসপি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ মে, ২০২০
  • ১৭৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ   লক্ষ্মীপুরের রায়পুরে সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় পরিবারে ঈদ উপহার বিতরন করেন, সহকারী পুলিশ সুপার স্পিনা রাণী প্রামাণিক।

আজ রবিবার (২৪ মে) রায়পুরের প্রত্যন্ত চরাঞ্চলের বেড়িবাঁধের দু’পাশে বসবাসকারী পরিবারগুলোতে ঘুরে ঘুরে এসব বিতরন করেন তিনি। এ সময় সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি সুরক্ষা সামগ্রীও বিতরন করা হয়।

জানা যায়, চলমান করোনা সংকটে সারাদেশের ন্যায় লকডাউনে আটকে পড়া গৃহবন্দী জনগোষ্ঠীর এসব পরিবারে ঈদ আনন্দ নেই । অস্হায়ী আবাসন আর ভাসমান জীবন যাপনের কারনে এমন পরিবার গুলোর নাম আসেনা সরকারি সুবিধাভোগীদের তালিকায়।

এছাড়া ও টানা দু’মাস নিষেধাজ্ঞা শেষে লকডাউন পরিস্থিতিতে আটকা পড়ে দুর্দশায় দিনাতিপাত করছেন এখানে বসবাসকারী অধিকাংশ জেলে পরিবার ।

রায়পুর -রামগঞ্জ সার্কেল এ দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ পুলিশের এ কর্মকর্তা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে একজন ” মানবিক অফিসার ” হিসেবে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এএসপি স্পিনা রাণী প্রামাণিক বলেন, সুবিধাবঞ্চিত এমন সব পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সামান্য প্রচেষ্টা মাত্র।

করোনা পরিস্থিতি’র মধ্যে নিজেদের সুরক্ষিত রেখে ঈদ আনন্দ উদযাপন করতে সকলের প্রতি আহবান করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews