জাহেদুল করিমঃ লক্ষ্মীপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ লাহারকান্দি গ্রামের ছদর উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, আছর নামাজের পর নাছির উদ্দীন নামে এক ব্যক্তি জাল মারতে যান খালে। তখন তার নাকে পচা দুর্গন্ধ আসে। ডোবায় তাকালে দেখতে পান মানুষের হাত দেখা যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজনকে তিনি বিষয়টি জানান। পরে লোকজন এসে পুলিশকে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, লাশ দেখে ধারণা করা হচ্ছে দু থেকে তিন দিন আগের। ঘটনাস্থলে পিবিআই টিম এসেছে। হাতের আঙুলের ছাপ নেয়ার পর লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আশা করি দ্রুত পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
কমেন্ট করুন