নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী তমিজ উদ্দিন ক্রীড়া চক্রের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বজলুল করিম রিপনকে সভাপতি এবং জুয়েল আহম্মেদ কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত শনিবার রাতে জেলা শহরের তমিজ উদ্দিন ব্যাপারী বাড়ির অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হন শামসুল আহসান মামুন। সহ-সভাপতি হলেন- আলহাজ্ব নুরু চৌধুরী, লিটন চন্দ্র নাথ, লোকমান হোসেন, মো. হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, জাবেদ হোসেন জনি, সঞ্জয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, কোষাদক্ষ মো. সোলাইমান, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন শিপন, প্রচার সম্পাদক দিদার হোসেন মামুন, দপ্তর সম্পাদক ফিরোজ আলম রাসেল, সম্মানিত সদস্য মনা দাস, রাজিব চন্দ্র কুরী, জামাল হোসেন, রাকিব হোসেন ও মো. অনি। এই কমিটি ২০২৪-২৫ সালে দায়িত্ব পালন করবে।
কমেন্ট করুন