নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে খাদ্য সহায়তা নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন " লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশন" এর চেয়ারম্যান সোলাইমান রুবেল।
গত দু'দিন জেলার এ কৃতি সন্তান এর পক্ষ থেকে প্রেরিত সামগ্রী রায়পুর উপজেলার সোনাপুর সহ বেশ কিছু ইউনিয়নের গৃহবন্দী পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ ও তেল।
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী,
সোলাইমান রুবেল জানান, আমি বরাবরই রায়পুর-লক্ষ্মীপুরের মানুষদের পাশে ছিলাম।
বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে এলাকাবাসীর কল্যাণে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, আমার এই প্রচেষ্টা মহামারী শেষ হওয়া পর্যন্ত অব্যহত থাকবে। সকলের প্রতি বিনীত অনুরোধ আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। খাদ্য সহায়তায় সরকারের পাশাপাশি আমরাও রয়েছি আপনাদের পাশে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.