লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ৩০০ হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন।
আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে শ্রমিকদের মাঝে এসব বিতরন করা হয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমন শেষ না হওয়া পর্যন্ত আপনারা ঘরে থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। খাবারের ব্যবস্থ্যা সরকার করবে। আমাদের এই ধরনের ত্রান বিতরন অব্যহত থাকবে।
হোটেল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গির হোসেন বলেন, বর্তমান সংকট কালীন মুহূর্তে হোটেল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কয়েক'শ শ্রমিক। কর্মহীন এইসব শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে আজ ৩০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন, মুকবুল হোসেন, মোঃ আল আমিন, মোঃ বরকত উল্লাহ, রাজিব হোসেন সহ জেলা হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.