নিজস্ব প্রতিবেদকঃ চট্রগ্রামে মাদক ব্যাবসায়ীদের গাড়ি চাপায় নিহত এএসআই সালাউদ্দিন এর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামে চলছে শোকের মাতম।
তার বাবা মুক্তিযোদ্ধা কাজী নাদেরুজ্জামান একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল।
আজ শনিবার (১২ জুন সকালে) নিজ বাড়িতে কান্নাজড়িত কন্ঠে বলেন, ' বিয়ের কথাবার্তা চুড়ান্ত করে দিনক্ষণ ঠিক করার জন্য আগামী সপ্তাহে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু আমার সালাহ উদ্দিন লাশ হয়ে বাড়িতে ফিরেছে। তাকে জীবন্ত বাড়ি ফিরতে দিল না ওরা'। এ সময় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
তার আগে শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এ সময় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হকসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.