লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লিখিত পরীক্ষা অনিশ্চয়তার কারনে গেজেট করে সনদ প্রদানের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন এম সি কিউ উত্তীর্ণ শিক্ষাণবীশ আইনজীবীগণ।
আজ মঙ্গলবার (৯ জুন) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে লক্ষ্মীপুর বার এর অধীনে কর্মরত শিক্ষাণবীশদের মধ্যে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার, খন্দকার মাহ্ফুজুর রহমান, আব্দুর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, আইনজীবী হিসেবে নিবন্ধন না থাকায় কিংবা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতির জটিলতায় জীবনের অনেক মূল্যবান সময় আইন পেশায় তালিকাভূক্তির পূর্বেই হারিয়ে যাচ্ছে।
এম সি কিউ পরীক্ষায় তীব্র প্রতিযোগিতার মাধ্যমে উত্তীর্ণ হলেও মহামারির কারনে লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। তাই মানবিক বিবেচনায় তা মওকুফ করে গেজেট করে আইনজীবী হিসেবে তালিকাভূক্তির দাবি জানান তারা এ সময় ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.