নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সুধারাম মডেল থানার মো: সবুজ।
মে (২০২১) ওয়ারেন্ট তামিল,মাদক দ্রব্য উদ্ধার সহ ধারাবাহিক কাজের সাফল্যের অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন সুধারাম মডেল থানার এএসআই মো: সবুজ।
০৩ জুন তার হাতে শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার ও সম্মাননা তুলে দেন নোয়াখালীর মাননীয় পুলিশ সুপার মো: আলমগীর হোসেন।
কাজের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা দেওয়ায় তিনি জেলা পুলিশ সুপার মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,অফিসার ইনচার্জ সুধারাম মডেল থানা,পুলিশ পরিঃ(তদন্ত), পুলিশ পরিদর্শক (অপাঃ) সহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য এর আগেও ফেব্রুয়ারি (২০২১) নোয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছিলেন মোঃ সবুজ।
তার সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মীসহ সকল অফিসারগণ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.