নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (১৪ মে) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম (সিআইপি), জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার , জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, মান্দারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য মোবাইল ব্যাকিং সেবা বিকাশ,রকেট,নগদ এর মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ২ হাজার ৫ শত টাকা করে ৫০ লক্ষ পরিবারে প্রদান করা হবে।
এছাড়া ও সরকারের শিক্ষা সহায়তা ট্রাষ্ট ফান্ড এর পক্ষ থেকে সারাদেশের ২৯৬৭৪ জন শিক্ষার্থীদের মাঝে সহায়তা দেয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.