নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। অনেক স্বচ্ছলরা ও আজ বিপর্যস্ত। এমন সংকটময় পরিস্থিতিতে মধ্যে গৃহবন্দী কর্মহীন মানুষের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে বরাবরের মতোই এগিয়ে এলো ঢাকাস্থ রায়পুরের যুবকদের প্রাণের সংগঠন " রায়পুর যুব কল্যাণ সমিতি, ঢাকা "।
সমিতির শুভাকাঙ্ক্ষী ও শুভার্থীদের সহায়তায় গত ২৫,২৬ ও ২৭ এপ্রিল রায়পুরের কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার ২০৪ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং কয়েকজনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, লবন,আলু, চিড়া, খেজুর, পেঁয়াজ এবং তেল।
আজ সোমবার(২৭ এপ্রিল) বিকেলে সংগঠনের সাধারন সম্পাদক আবদুর রব সিদ্দিকী নিজের ফেসবুক ওয়ালে অনুদান প্রদানকারী সকলের নাম ও অনুদানের পরিমান উল্লেখ করে একটি পোস্ট করেন। এ সময় খাদ্যসামগ্রী বিতরণ কার্যে পরামর্শ ও বিভিন্ন সহায়তা দিয়ে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি লিখেন,
" হে আল্লাহ! মহাসম্মানিত মাস রমাদ্বানকে উসিলা করে আপনি সবাইর দান ও সহযোগিতাকে কবুল করুন এবং সমগ্র বিশ্ববাসীকে হেফাজত করুন,হেদায়েত দান করুন।আ-মীন "
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.