1. [email protected] : admin :
  2. [email protected] : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেল রায়পুরের ৫০ গৃহহীন পরিবার

  • আপডেট করা হয়েছে রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে রায়পুরের ৫০ গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় রায়পুর উপজেলায় ৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে ।

সকালে রায়পুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, আনসার সদস্য, সাংবাদিকবৃন্দ, ও উপকারভোগীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রসংগত.গত এপ্রিল মাসে ১ম পর্যায়ের ঘর হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews