রামগঞ্জ সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়া বাসায় হোমকোয়ারেন্টাইনে থাকা কার্তিক দাস নামের এক করোনা আক্রান্ত পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পৌর শহরের আঙ্গারপাড়া গ্রামের দাস বাড়িতে তার উপস্থিতি না পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, সদ্য কক্সবাজার ফেরত কার্তিক দাসের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আইইডিসিআর vanity address generatorএর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ ইউএসসি এর তত্ত্বাবধানে তাকে হোমকোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.