বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেস ক্লাব থেকে শীর্ষস্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন। চলমান কমিটির দায়িত্ব অবহেলা, সিনিয়র সাংবাদিকদের অবমূল্যায়ন এবং জুনিয়র সদস্যদের মাধ্যমে অপমান ও অপদস্থ করার অভিযোগে তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানায় । এছাড়াও, গ্রুপে কুরুচিপূর্ণ আচরণ এবং দুই নেতার বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠে আসায় সাংবাদিকরা এই সিদ্ধান্তে উপনীত হন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক, সাবেক সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, সাবেক সভাপতি ও মানবকণ্ঠের প্রতিনিধি সাখাওয়াত হোসেন জাহাঙ্গির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলার প্রতিনিধি ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মাসুদ রানা ও জাকির হোসেন সুমন। তারা প্রত্যেকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখযোগ্যভাবে, সাংবাদিকতার যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে অনলাইন সাংবাদিক হিসেবে রামগঞ্জ প্রেস ক্লাবে সদস্যপদ অর্জন করেন। এই সদস্যদের ব্যবহার করে তথাকথিত নেতারা পেশাদার সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও হেনস্তা করছেন। পদত্যাগী সাংবাদিকদের সাথে কথা হলে তারা জানান, "পেশীশক্তি নয়, পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দায়িত্ব পালন করব।"
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.