নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগতিতে এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরবাদাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক হেলাল হোসেনের ধান কেটে দেন তারা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখীর নেতৃত্বে এতে অংশ নেয় রামগতি পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সজিবুর রহমান সংগ্রাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুশফিক মাহমুদ রোমান, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম সাব্বির, ইয়াসিন আরাফাত মানিক, আবদুল মাজেদ রাজিব, আলাউদ্দিন, তারেক হোসেন, শাহিন আলম, রাকিবুল ইসলাম পারভেজসহ ২০ নেতাকর্মী। তারা সবাই রোজা ছিলেন বলে জানা যায়।
মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বর্তমানে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান মাঠে দুলছে। প্রায় ৭০ শতাংশ জমির ধান পেঁকেছে। কিছু দিনের মধ্যেই সবাই ধান কেটে ঘরে তোলা শুরু করবেন। এরমধ্যেই শুরু হয়েছে কালবৈশাখীর ঝড়। ইতিমধ্যে ঝড়ে কারণে প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। ফের ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেতে কৃষকরা আগ থেকেই ধান কাটা শুরু করেছেন। এতে শ্রমিক সঙ্কট দেখা দেয়।
কৃষক হেলাল হোসেন জানান, ক্ষেতের ধান পেঁকেছে। এদিকে লকডাউন চলাকালীন অবস্থায় শ্রমিক পাওয়া যাচ্ছিল না । কখন যে কালবৈশাখী ঝড় এসে সবকিছু লন্ডভন্ড করে দেয় এনিয়ে বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেচেছে, ফসলও রক্ষা হয়েছে। মানবিক ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। কালবৈশাখী ঝড়কে কেন্দ্র করে ক্ষেতের ফসল নিয়ে কৃষকরা দুঃশ্চিন্তায় রয়েছে। তেমনি একজন কৃষক হেলাল হোসেন। খবর পেয়ে আমরা ধানগুলো কেটে দিয়েছি। যে কারও বিপদে পাশে থেকে কাজ করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.