সাদ্দাম হোসেনঃ লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতি প্রস্তুতি গ্রহণ করার সময় দেশীয় তৈরি একটি একনালা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র-শস্ত্র, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০গ্রাম গাঁজা সহ আব্দুর রহিম প্রকাশ রনি(৩৫),,, রাকিব প্রকাশ সম্রাট(২১) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
আব্দুর রহিম প্রকাশ রনি(৩৫) পূর্ব চরপাতা (মন্নান মুন্সী বাড়ীর মোঃ শহিদুল্লাহ'র পুত্র। রাকিব প্রকাশ সম্রাট(২১) একই গ্রামের মৃত. মোঃ আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ((১৮ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে রায়পুর থানার এসআই (নিঃ) আবু হানিফ (১), এসআই (নিঃ) নুরুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ আবু হানিফ, এএসআই(নিঃ) সফিক মিয়া, এএসআই(নিঃ) সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তর চরপাতা সাকিনের ৫নং ওয়ার্ডস্থ ধারে আলী বাড়ির জনৈক জহিরের পরিত্যক্ত টিনের ঘরে ডাকাতি'র প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়েছে।
রায়পুর থানার পরিদর্শক ( তদন্ত) সামছুল আরেফিন রাসেল জানায়,এদের বিরুদ্ধে পূর্বে ০২টি অস্ত্র মামলা সহ মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.