নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রায়পুরে খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটি ( সি এস এস) এর উদ্যোগে বন্যা দুর্গর্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে
আজ (২৪ সেপ্টেম্বরে) মঙ্গলবার রাযপুর মহিলা কলেজে দিনব্যাপী এই কর্মসুচী পালন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে ডাঃ মোঃ ইসলাম, এম, বি বি,এস, পি, জি,টি (মেডিসিন), সিসিডি (বারডেম)বিএমডিসি ,মেডিসিন, চর্ম ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে অভিজ্ঞ দেখিয়ে ওষধ বিতরণ করা হয় সি এস এস লক্ষ্মীপুর অঞ্চলের জোনাল ম্যানেজার মোঃ সলিম উল্লাহ হক, এরিয়া ম্যানেজার, মোঃ আবুল কালাম আজাদ , ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রাহেনুর জামান, শাখা হিসাব রক্ষক , মোঃ আব্দুর রহমান , সহকারি ব্রাঞ্চ ম্যানেজার, উজল চন্দ্র রায়, অডিট এন্ড মার্কেটিং অফিসার জনাব মোঃ কামরুল হাসান, রায়পুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সি এস এস এর কর্মকর্তাগন জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে অএ উপজেলায় সি এস এস এর সদস্য ১৫০ জন সদস্য চিকিৎসা সেবা ও ঔষধ পায়, উক্ত পরিবারের ওষুধ সহায়তা প্রদান করতে পেরে (সি এস এস) গর্বিত। আগামীদিনেও এই ধরনের দুর্যোগ কালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সি এস এস।
কমেন্ট করুন