নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রুস্তম আলী ডিগ্রী কলেজে মেধাবী শিক্ষা্রথীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টা রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন রায়পুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।এতে সভাপতিত্ব করেন রুস্তম আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শিহাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাত, উপজেলা ছাত্রদলের যুগ-আহবায়ক কবির, রাসেল আরাফাত। যুবদল নেতা জাহাঙ্গীর।
মাহফুজুর রহমান হৃদয় বলেন, আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ করে তোলা। একটি ইতিবাচক রাজনীতি গড়ে তোলা এবং কোন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব আমরা দেখতে চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই। যেখানে ভয় থাকবে না, জোর করে কাউকে মিছিলে নিতে পারবে না তাহলেই আমরা পারব একটি আধুনিক সমাজ গড়তে ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.