সাদ্দাম হোসেনঃ লক্ষ্মীপুরের রায়পুরে ২২০ পিছ ইয়াবা সহ সোলাইমান আখন ও সালমা আক্তার নামে দুই মাদক কারবারি দম্পতিকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
সোলাইমান আখন চাঁদপুর সদর থানার বিষ্ণুদী গ্রামের আনোয়ার হোসেন আখন এর পুত্র, সালমা আক্তার একই এলাকার সিরিজ হোসেন এর মেয়ে।
জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে রায়পুর থানার সহকারী পরিদর্শক মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করে মাদক উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.