নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রবেশের প্রধান সড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি হয়।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানব বন্ধন হয়।।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাজীর দীঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভূঁইয়া কামাল রায়হান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুত্ত্বাওহিদ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও আল আরাফাহ দাখিল সুপার আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ।
মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান এর নিকট শিক্ষক নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সুধিজন, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.