নজরুল ইসলামঃ
করোনা ভাইরাসের থাবায় গোটা দেশ যখন আতঙ্কিত। কর্মহীন হয়ে ঘরবন্ধি হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। আর তখনি বিপদগ্রস্ত অসহায়, খেটে খাওয়া ও কর্মহীনদের পাশে দাড়িয়ে নজির স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পাপেল মাহমুদ।
তিনি রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন অসহায়দের ঘরে ঘরে । মঙ্গলবার রাতের অন্ধকারে মেঘনা উপকুলীয় অঞ্চলসহ
উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিঃস্ব, দিন মজুর, দরিদ্র, রিক্সা ও ভ্যান চালক, কর্মহীনসহ ২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
পাপেল মাহমুদ বলেন, আমার সামর্থ্য অনুযায়ী করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই হ্যান্ড স্যানেটাইজার, বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে , মাস্ক বিতরণসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি হত-দরিদ্রপরিবারের মাঝে । আগামী এক সপ্তাহ পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ চলবে । পাশাপাশি সকল বিত্তবানদের বিশেষভাবে অনুরোধ করছি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.