নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরেরর রায়পুর উপজেলার সর্বস্তরেরর জনগনকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর চরবংশী আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার।
রায়পুর উপজেলার জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতা বলেন, ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক উপজেলার প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন সবাই মিলে স্বাস্থ্য বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী, ঈদের খুশী ছড়িয়ে পড়ুক প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে । ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালা পূণর্তা দান করুক এই দোয়া করি । পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি । বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় । করোনাকালে মাঝে সবাই মাস্ক পরে ঈদের নামাজ পড়তে যাবেন । বিনা প্রয়োজনে ঘর থেকে কেউই বের হবেননা, অতি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে, করোনার এই ক্রান্তিলগ্নে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, এ সময়ে এটাই সবাইর কাছে আমার প্রত্যাশা ।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.