নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে পৌরসভার সায়েস্তানগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড আ'লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি বক্তৃতা করছিলেন।
ওয়ার্ড আ'লীগ সভাপতি নুরনবী মিঝি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, এডভোকেট মিজানুর রহমান মুন্সী, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ্ প্রমূখ।
এ সময়, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বমহলের সহযোগীতা কামনা করে নিজের জন্য নৌকা প্রতীকে ভোট চান গিয়াস উদ্দীন রুবেল ভাট।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.