নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার(৫মে) আনুমানিক সন্ধ্যায় রায়পুর পোস্ট অফিস- গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান চরপাতা গ্রামের নূরনবী কন্ট্রাক্টরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়হান হোসেন মোটরসাইকেলটি চালিয়ে রায়পুরের পথে আসছিলেন। রায়পুর থেকে গাজীনগর গামী একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রায়হান ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘাতক ড্রাইভার পিকআপ ভ্যানটি নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.