নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে পশ্চিম চরপাতা গ্রামের মজুমদার বাড়ির মিরাজ হোসেন এর সাথে মৃত আব্দুল মান্নান পরিবারের জায়গা - জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১১টায় রায়পুরের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবারের পক্ষে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মিরাজ হোসেন বলেন, 'মৃত আঃমান্নান পরিবারের সাথে ১৫ শতাংশ জমি নিয়ে ২০১৬ সাল থেকে বিরোধ চলে আসছে। আমাদের নিজের নামে জমা - খারিজ খতিয়ান ও রেকর্ড পত্র রয়েছে। কিন্তুু মালিকানা দাবী করে আব্দুল মান্নানের পরিবার আমাদের বিরুদ্ধে মামলায় জড়িয়য়ে ও হুমকি দিয়ে হয়রানি করে আসছে। এ নিয়ে বর্তমানে আদালতে ৩টি দেওয়ানী মামলা চলমান রয়েছে।
মিরাজ দাবী করেন আঃমান্নান এর পরিবারের হাবিবুল্লাহ সোহেল চট্রগ্রামে থাকার সুবিধার্থে প্রশাসন ও সরকারের উচ্চ পর্যায়ের লোকজনকে ব্যবহার তাদের হয়রানি করাচ্ছে। এছাড়াও বিভিন্ন ভাবে মানহানিকর খবর প্রকাশ করে আসছে যেগুলোর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে মিরাজ এর পিতা আঃরব মজুমদার সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.