1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

রায়পুরে বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিষ্টার তৌফিক’কে ফুলেল শুভেচছায় বরন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৪৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন লক্ষ্মীপুর-২ আসনের উপ- নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারনায় অংশ নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদচারনায় মূখর এ সংসদীয় আসন।

শুক্রবার ( ১৮ই জুন) সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর উপস্থিতিতে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ’র আয়োজনে পৌর আ.লীগের অস্থায়ী কার্যালয়ে নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বঙ্গবন্ধুর দৌহিত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ও শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বি,এম ইউসুফ জালাল কিছমত, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহির হোসেন পাটোয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার তৌফিকুর রাহমান বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews