নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)-২০২২" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
এতে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি)রাসেল ইকবাল, উপজেলা পরিষদ এর কর্মকর্তাবৃন্দ, ০৪ নং সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জালাল কিছমত, ০৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম হাওরাদার জিকু, বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন রায়পুর (লক্ষ্মীপুর) এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.