নিজস্ব প্রতিবেদকঃ
মানবিক যুবলীগের ব্যনারে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে ১৪’শ প্রতিবন্ধী অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, বিতরণ করা হয়।
আজ রবিবার (৯ মে) বিকেলে রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের নিজ বাড়িতে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে সাহিদুল বাকীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর -২ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনীত প্রার্থী এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ এর সদস্য ও রায়পুর পৌর আওয়ামিলীগ এর আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ প্রমূখ।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতাদের মাঝেও পাঞ্জাবী বিতরণ করা হয়।
কমেন্ট করুন