নিজত্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে ১৩ টি মন্দিরের পুরোহিত সহ ধর্মীয় কর্মকান্ডে সহযোগী মন্দির সংশ্লিষ্ট প্রায় ২ শত পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ রবিবার (০৩ মে) রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর -২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল এর পক্ষে এসব বিতরন করেন উনার সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী সেলিনা ইসলাম সিআইপি।
ঢ়
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক পাঠান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি হরিপদ পাল, সম্পাদক বলরাম মাষ্টার,জেলা সদস্য দুলাল কীর্তনীয়া, ইসকন সদস্য দিলীপ ঘোষ, মহাশ্মশান কমিটির সম্পাদক উত্তম রায়, ছাত্র যুব ঐক্য পরিষদ সম্পাদক সুকান্ত মজুমদার,সদস্য অমল রায় প্রমূখ।
কমেন্ট করুন