নিজস্ব প্রতিবেদকঃ"মানবিক বাংলাদেশ সোসাইটি " নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের রায়পুর পৌরসভা কমিটি গঠিত হয়েছে।
এতে রায়পুরের তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মেহেদী হাসান শিশির পাঠান'কে আহবায়ক, শ্রমিক নেতা মোহন পাটোয়ারী'কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
গত ৮ মে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজী হক স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটি অনুমোদন করেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রায়পুরের সন্তান হারুন অর রশিদ বলেন, সংগঠনের চেয়ারম্যান, হক গ্রুপের কর্ণধার,বিশিষ্ট শিল্পপতি আদম তমিজী হক সামাজিক কর্মকান্ডে ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক প্রশংসিত। রায়পুরেও আমরা সংগঠনের কিছু কার্যক্রম পরিচালনা করেছি । আগামীদিনে আরো ব্যাপক ভাবে মানবিক কর্মকান্ডে অংশগ্রহণে সর্বমহলে গ্রহনযোগ্য একটি কমিটির প্রয়োজন রয়েছে। রায়পুরে আমার নিজ এলাকায় কমিটিতে পরিছন্ন ইমেজের তরুনদের সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এ কমিটির সকলের আন্তরিকতায় দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।
কমিটির অন্যান্যদের মধ্যে আবুল খায়ের (সোহেল), সাইফুল ইসলাম(রাজিম),মাহবুবুর রহমান(রিজভী), ইবনে সালেম (রাজীব), মাহমুদ ইসলাম (পাপন)'কে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.