নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড শ্রমিক লীগের কর্মীসভায় ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (০৮ জুন) শায়েস্তানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক লীগের আহবায়ক সোহান সর্দার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবু নাছের বাবু, জেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জি এস কামাল পীরজাদা আরমান, পৌর শ্রমিক লীগের যুগ্নআহবায়ক জীবন চন্দ্র কুরী, পীরজাদা জেলিস প্রমূখ।
এতে করা হয়েছে মোঃ আলমগীর হোসেনকে আহবায়ক ও মোঃ লাবু হোসেন, মোঃ জসিম হোসেন, মোঃ সাকিল হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ রাকিব হোসেন যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তৃনমূলের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এ সময় রায়পুর পৌরশ্রমিকলীগ এর সাংগঠনিক কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন। আগামী ২১জুন অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এডভোকেট নুরউদ্দিন চৌধূরী নয়নকে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.