নিজস্ব প্রতিবেদকঃ
‘বিপদে সহায়তার হাত বাড়াবো, অসহায়ের মুখে হাসি ফোটাবো’
এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার (আশ্রাফ গঞ্জ) এলাকায় "জাগ্রত তরুন সংঘ " নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের উদ্যােগতা একদল যুবক নিজেরা মাদকমুক্ত থেকে যুব সমাজকে মাদকমুক্ত রাখার ঘোষণা দেন।
পবিত্র রমজান মাসে করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জাগ্রত তরুন সংঘের সদস্যগণ জানায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ২০২০ সালে স্থানীয় যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত তরুন সংঘ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেছে।
ব্লাড ডোনেট সহ আরো কিছু মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি এ সংগঠনটি এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.