রায়পুর সংবাদাতাঃ
লক্ষ্মীপুরের রায়পুরের কোরোয়া ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে চাল,ডাল,আলু,তেল,লবন, ডিটারজেন্ট সহ সর্বমোট ২৬ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেরোয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি নজরুল ইসলাম সরকার এর ব্যাক্তিগত উদ্যোগে এবং নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক দানশীল ব্যাক্তির আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম চলে।
জানা যায়, সারাবিশ্বের ন্যায় বর্তমান করোনা সংকটে লক্ষ্মীপুরের রায়পুরে চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন জনগোষ্ঠীর একটি বিরাট অংশ অত্যন্ত দুর্ভোগের সাথে দিনাতিপাত করছেন।
এ পরিস্থিতিতে লক্ষ্মীপুরের রায়পুরের কোরোয়া ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে বিগত ৫ দিন ধরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সাবেক জনপ্রিয় ইউ.পি সদস্য নজরুল সরকার।
শনিবার দেখা যায়, ইউ পি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল খাবে বিতরন কার্যক্রমে অংমগ্রহন করেন।
এ প্রতিবেদক এর সাথে আলাপকালে, নজরুল ইসলাম সরকার সমাজের সকল বিত্তবানদের প্রতি এগিয়ে আসার উদাত্ত আহ্বান করেন। এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি এ সময়।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.