নিজস্ব প্রতিবেদকঃ
নতুন কোন প্রকার কর আরোপ ছাড়াই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৩১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা।
পৌর সচিব আবদুল কাদের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।
অন্যান্যদের মধ্যে এ সময় পৌর কাউন্সিলর বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
বাজেট বক্তৃতায় পৌর মেয়র রুবেল ভাট বলেন, 'পৌর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা, বকেয়া বিদুৎ বিল সহ ১৪ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে আমি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। আধুনিক পৌরসভা গঠনের মানসে আপ্রাণ কাজ চলেছি' ।
সংকটাকীর্ণ এ পথ চলায় সর্বমহলের সহযোগিতা কামনা করেন তিনি এ সময়।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.