পৌরসভা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।
আজ বুধবার (৯ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)।
নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে আবু নাছের বাবু, ২নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভী, ৩নং ওয়ার্ডে মো: ইউছুফ বিএসএস, ৪নং ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন বাহার, ৫নং ওয়ার্ডে জাকির হোসেন নোমান পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মো: আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ডে মো: মেহেদী হাসান শিশির পাঠান, ৮নং ওয়ার্ডে মো: আবুল হোসেন ও ৯নং ওয়ার্ডে খায়রুল আলম রুবেল প্রধানিয়া।
এছাড়া সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে নাজমে আরা মনি, ৪,৫,৬ নং ওয়ার্ডে ফেরদৌসী বেগম স্বপ্না ও ৭,৮,৯ নং ওয়ার্ডে শামছুন্নাহার লিলি শপথ গ্রহন করেছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.