জহিরুল ইসলাম টিটুঃ
লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক দুরত্ব বজায় রেখে গতকাল ১৩ এপ্রিল ২০২০ ইং সোমবার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ সহ সারা বিশ্বে চলমান মহামারী 'করোনা' দুর্যোগে রায়পুর পৌরবাসীর পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে লক্ষ্মীপুর জেলা আ'লীগের সদস্য ও রায়পুর পৌর আ'লীগের সফল আহ্বায়ক,
আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ রায়পুর পৌর শহরের ৯ টি ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে মতবিনিময় করেন।
তিনি রায়পুর পৌর শহরের সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, 'করোনা' সংক্রমণ হইতে সকলে সচেতন হোন,
আগামী কয়েকটি দিন আমাদের জন্য খুবই বিপজ্জনক!
তাই, "আপনারা ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন, নিরাপদ থাকুন"
ইনশাআল্লাহ্ , দেশের এই দুর্দিনে আমার ব্যক্তিগত অর্থায়নে,
আসছে ১লা রমজান থেকে ৯ম রমজান পর্যন্ত রায়পুর পৌর শহরের ৯ টি ওয়ার্ডে ৯ দিন আমার পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায়দের সহায়তা প্রদান করা হবে।
তারই প্রস্তুতি হিসেবে পৌর ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে সমন্বয় করে সহায়তা কার্যক্রমে সকলেই আন্তরিকতার সহিত সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান এই নেতা।
উল্লেখ্য: তিনি কারেন্ট নিউজ টুয়েন্টি ফোর বিডি ডট কম'কে জানান,
রবিবার পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথেও একই বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং সকলেই তার কথায় একাত্মতা ঘোষণা করেছেন।
তিনি সকলের দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে সভা'র সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.