নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে বিজয় দিবস মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৯ডিসেম্বর) বিকালে উপজেলার রোকেয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিম সুপার ফাইভ স্টার কে ০৭-০১ গোলে হারিয়ে বিজয়ী পুরস্কার হিসেবে ফ্রিজ জিতে নেয়।
কেরোয়া টাইগার্স ক্লাবের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক বায়েজীদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরোয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম সামু, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান,সম্পাদক সম্পদ গান্ধী, বেলায়েত হোসেন,মনিরুল হক প্রমুখ।
এসময় বিজয়ী দল মরহুম শাহজাহান কামাল স্মৃতি ফুটবল টিমের পক্ষে প্রয়াত চেয়ারম্যান এর বড় ছেলে ও রায়পুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তানজিদ কামালের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেয়া হয়। রানার্স আপ ট্রফিসহ অন্যান্য শান্তনা পুরস্কারও দলীয় প্রধানের হাতে তুলে দেয় অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.