লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে ৫০ বছরের উর্ধ্বে এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এ জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় রোগীর চিকিৎসা কোথায় দেওয়া হবে তা জানা যায়নি।
করোনা আক্রান্ত বৃদ্ধ রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসছেন। তবে তার বাড়ি ও আশপাশের কোন বাড়ি লকডাউন করা হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুদর রহিম জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রামগতিতে এসছেন। করোনা আক্রান্ত সন্দেহে শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ এসেছে। রোববার রাত ৯ টার দিকে বিআইটিআইডি বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, শনিবার (১১ এপ্রিল) রাতে জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার এক যুবিকে করোনা শনাক্ত হয়। ওই যুবক জেলার প্রথম করোনা রোগী। তিনি ঢাকার একটি গার্মেন্টসের শ্রমিক। তাকে উদ্ধার করে রোববার ভোরে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.