লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডে মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বত্তরা, এসময় প্রতিমার মাথার চুল ও পরিধেয় বস্ত্রে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ভোররাতে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটি সদস্য সমীর সাহা জানান, রাতে দূর্বত্তরা মন্দিরের গ্রীল কেটে ঢুকে কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা করে। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান।
জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিমূল সাহা বলেন, বিষয়টি দুঃখ জনক । ইতিপূর্বে এ মন্দিরে চুরির ঘটনায় চোর সনাক্ত হয়নি। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.