লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কর্মহীন হয়ে পড়া স্বর্ন কারিগররা মানবেতর জীবন যাপন করছে। গত ৩ মাস ধরে কর্ম না থাকায় সংসার চালাতে পারছেন না। নিত্যপন্যের দোকানদারও আর বাকী দিতে চায় না। স্বর্ন কারিগর সমিতির নেতৃবৃন্দ জানান, বর্তমান পরিস্থিতে মানুষ ঠিকমত খেতে পায় না। স্বর্ন বানাবে কি ভাবে। আর মানুষ স্বর্ন তৈরী না করলে আমাদের কাজ-কর্মও নাই। ধার দেনা করে কতদিন চলা যায়। আমাদের খবর নেওয়ার কেউ নাই। এই মূহূর্তে সরকার থেকে কোন সহযোগীতা না পেলে কারিগররা বৌ-বাচ্চা নিয়ে মরতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.