লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনার সংক্রমন সংকট কালে মানুষের খাদ্যভাব দূর করনের লক্ষ্যে হট নাম্বারে ফোন পেয়েই প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ পযর্ন্ত হট নাম্বারে ফোন পেয়ে প্রায় ৫০০ পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, হট লাইন নাম্বারে ফোন পাওয়া মাত্রই সুবিধামত স্থানে প্রধানসন্ত্রীর ত্রান পৌঁছে দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.