লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বজ্রপাতে কৃষক শাহাজান সর্দার (৪৮) এবং বিকেলে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে আরেক কৃষক মো. কামাল (২৮) এর মৃত্যু হয়।
জানা যায়, রায়পুর উপজেলায় চরকাছিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে দুপুরের দিকে গরুর ঘাষ ভিজাচ্ছেন। এ সময় আকাশে বজ্রপাত হয়। বজ্রপাতে কৃষক শাহাজান সর্দারের মৃত্যু হয়।
নিহত কৃষক শাহাজান সর্দার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সর্দার বাড়ির পানজত আলী সরদারের ছেলে।
অপর কৃষক মো. কামাল কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে আবদুল মতিনের ছেলে। মৃত ব্যক্তি বিকেলে বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.