নিজের প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর আদালতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালনো অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। হ্যান্ডকাপ নিয়ে পালানোর প্রায় সাড়ে ৮ বছর সেনাবাহিনীর পাতানো জালে
ধরা হয় তাকে ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
আগের রাতে সদর উপজেলার মান্দারী বাজারে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বড় ভাইয়ের বাসা থেকে আটক করে করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করেন।
আজাদ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের ১৪ জানুয়ারী লক্ষ্মীপুর জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে বের হওয়ার সময় হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
মেজর জিয়া উদ্দিন আহমেদ বলেন, অস্ত্র মামলার পলাতক এ আসামিকে আটকের জন্য বিভিন্ন ফাঁদ পাতা হচ্ছিল। অবশেষে পাতানো জালে অভিযান পরিচালনার সময় খাটের নিচে লুকিয়ে পালিয়ে যাবার চেস্টা চালায় সে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.