নিজস্ব প্রতিবেদকঃ করোনা সংকটে গৃহবন্দী অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি কঠিন বাস্তবতার মুখোমুখি আজ মধ্যবিত্ত শ্রেনী । না পারছেন মুখ ফুটে বলতে না পারছেন সইতে। ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন সদর-৩ আসনের এমপি আলহাজ্ব একেএম শাহজাহান কামাল।করোনার এই ঝুঁকিপূর্ণ সময়ে অসহায়দের মাঝে এমপির পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছেন তার ব্যক্তিগত সহকারী মো: বায়েজীদ ভূঁইয়া।
লক্ষ্মীপুরের ১৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছাতে গিয়ে অসুস্থতা উপেক্ষা করেও নিরলস কাজ করে চলেছেন করোনা যোদ্ধা বায়েজীদ ভূঁইয়া।
রবিবার( ৩ মে)রাতে হটলাইনে মধ্যবিত্ত পরিবারের কল পেয়েই সাথে সাথে এমপির খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যবিত্তদের ঘরে ঘরে। গভীর রাত অবধি ১৯টি মধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.