নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলা পুলিশ এ নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন স্পিনা রানী প্রামাণিক ।
গতকাল শনিবার ২৬ জুন তিনি হোমনা সার্কেল (হোমনা ও মেঘনা) এ দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায় , ৩৪ তম বিসিএস (পুলিশ) উত্তীর্ন হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে ঢাকা
সি আই ডিতে ২০১৬ সালে ১ জুন প্রথম যোগদান করেন। এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে রায়পুর সার্কেল (রায়পুর ও রামগঞ্জ থানা) এ সুনামির সাথে দায়িত্ব পালন করেন। নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2025 কারেন্ট নিউজ. All rights reserved.