তাপস সাহাঃ লক্ষ্মীপুরে যারা ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা ষ্টেডিয়ামে ৩৩৩ তে ফোন করা এ ধরনের প্রায় ৪০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। জেলা প্রশাসন জানান, ৩৩৩ নাম্বারে ফোন পাওয়া মাত্রই সুবিধামত স্থানে প্রধানসন্ত্রীর ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়েও ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম ৫ উপজেলায় অব্যহত আছে। করোনার সংক্রমন সংকট কালে মানুষের খাদ্যভাব দূর করনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.