নিজস্ব সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রায়পুরে সার্বিক পরিস্থিতি নিয়ে রায়পুর প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) শনিবার দুপুরে রায়পুর প্রেসক্লাব মিলনায়তনেে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুর প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালীর।। সাধারণ সম্পাদক এম আর সুমন এর সঞ্চালনায়এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মীরা ছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
রায়পুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপি'র সভাপতি এ.বি.এম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজী, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাস, সাবেক সদস্য সচিব এড. এমরান হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর - ২ ( রায়পুর) আসন এর প্রাক্তন সংসদ সদস্য, জেলা বিএনপি'র সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.