নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এর সাথে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, উপজেলা জামায়াতের আমির নাজমুল হুদা, রায়পুর পৌর বিএনপি'র সভাপতি এ.বি.এম জিলানী, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন । অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা চত্বরে গ্রাম পুলিশদের মাঝে পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সম্পাদক ও প্রকাশকঃ সুকান্ত মজুমদার
০১৯১৬ ১৪১৩১২
currentnews24bd@gmail.com
অফিসঃ ৭৯, গোয়ালনগর লেন,
কোতোয়ালি, ঢাকা
আঞ্চলিক অফিসঃ মিডিয়া কর্ণার,
প্রধান সড়ক, রায়পুর, লক্ষ্মীপুর
Copyright © 2024 কারেন্ট নিউজ. All rights reserved.